
১৯৮৬খ্রি প্রতিষ্ঠিত ১৯৯৭ খ্রি জাতীয়করণকৃত সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার একমাত্র নারী শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান। অত্র কলেজে মোট ভূমির পরিমাণঃ ২.৫২ একর। কলেজটিতে দুইটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, সুরমা ও কুশিয়ারা নামে পৃথক দুইটি ছাত্রীনিবাস রয়েছে। একটি সমৃদ্ধ পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মাদার্স কর্নার, ছাত্রী কমন রুম, অভিভাবক ছাউনি,শিক্ষাবিদ মিলনায়তন, বিজ্ঞান বিভাগের সাতটি ল্যাব রয়ছে। এছাড়াও সুনামগঞ্জ জেলার পুরাতন জেলখানা অত্র কলেজের বর্ধিত ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত প্রকল্পের উদ্যেগে এক টি ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক ও বিজ্ঞান শাখায় একাদশ - দ্বাদশ শ্রেণিতে মোট ১৪৩০ জন এবং স্নাতক (পাস) স্তরে বি এ ও বিএসএস শাখায় ১৩৪৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
পাঠদান স্তর |
|
শিক্ষার্থী সংখ্যা |
|
|||||
ডিগ্রি (পাস) কোর্স |
|
সেশন |
|
|||||
বি.এ |
২০১৭-২০১৮ |
২০১৮-২০১৯ |
২০১৯-২০২০ |
২০২০-২০২১ |
শিক্ষার্থী সংখ্যা |
|||
শিক্ষার্থী সংখ্যা |
২৩৬ |
১৭৮ |
২৩০ |
২৪২ |
৮৮৬ |
|||
বি.এস.এস |
১৫৮ |
৮৩ |
৯২ |
১৩০ |
৪৬৩ |
|||
|
সর্বমোট |
১৩৪৯ |
পাঠদান স্তর |
|
শিক্ষার্থী সংখ্যা |
|
|||
উচ্চ মাধ্যমিক |
|
সেশন ২০২১-২০২২ |
|
|||
বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
মানবিক বিভাগ |
শিক্ষার্থী সংখ্যা |
|||
একাদশ শ্রেণি(২০২৩-২০২৪) |
১৫০ |
৫৮০ |
৭৩০ |
|||
দ্বাদশ শ্রেণি |
১৫০ |
৫৫০ |
৭০০ |
|||
|
সর্বমোট |
১৪৩০ |
প্রফেসর জ্যোতির্ময় দাস
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সুনামগঞ্জ। যেখানে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। এখানে জম্মেছিলেন সমাজ সংস্কারক, দার্শনিক, মরমী ও বাউল শিল্পীর মত অনেক গুণীজন। যাঁদের কার্যভারে আজ আমরা সমৃদ্ধ আন্তর্জাতিক পরিমন্ডলে।
সৃষ্টির সূচনালগ্ন থেকেই নারী তার অপার মহিমা, নান্দনিক ব্যবহার আর সুনিপুণ গুণাবলী দিয়ে আগলে রেখেছেন ধরিত্রীকে। তেমনি এক ক্ষেত্রভূমি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ। যেখানে শিক্ষার্থীগণ জ্ঞানচর্চার পাশাপাশি নিজেকে বাস্তবতার সাথে এগিয়ে নিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন বিনির্মাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ ও বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২১ ও ২০৪১ এবং চতুর্থ শিল্প বিপ্লবের ঘাত- মোকাবিলায় শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার অভিপ্রায় ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ একটি গতিশীল ও কার্যকরী মাল্টি- ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছে। উক্ত ওয়েবসাইট তৈরির ফলে শিক্ষার্থীদের সাথে কলেজের প্রশাসনিক যোগাযোগ বেগবান হবে। এছাড়াও শিক্ষার্থীরা যেকোনো ধরণের বিজ্ঞপ্তি ,ভর্তি ও ভর্তি ফি সংক্রান্ত তথ্য , ফরম পূরণ, পরীক্ষার সিলেবাস, রুটিন ও ফলাফল, সহপাঠক্রমিক কার্যক্রম এবং বিভিন্ন ধরণের বৃত্তি- উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদি সহজেই জানতে পারবে। আমি অত্যন্ত আশাবাদী যে, উক্ত ওয়েবসাইট সম্পণকরণের ফলে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ কার্যক্রমের সাথে নিবিড়ভাবে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ
বাঁধনপাড়া, সুনামগঞ্জ
Email: principalgwcs@gmail.com
Mobile No: 01309-130050, Phone No-02996600307
FOLLOW US